বন্যায় ফেনীর দুই উপজেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত

 

ফেনীর ফুলগাজীর উত্তর দৌলতপুর এলাকায় মুহুরী নদীর বেড়িবাঁধের তিনটি স্থানে ভাঙনের ফলে লোকালয়ে পানি প্রবেশ করেছে।

তিন দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কারণে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় আজ মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শফিকুল রিদওয়ান আরমান শাকিল এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত তিন দিন টানা বৃষ্টি ও ভারতের ত্রিপুরার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফুলগাজী ও পরশুরামের মুহুরী নদীর পানি উপচে যায়। এতে বেড়িবাঁধের পাঁচটি স্থান ভেঙে আটটি গ্রাম প্লাবিত হয়েছে। পরশুরাম উপজেলার দক্ষিণ শালদর এলাকায় একটি, ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর গ্রাম এলাকায় তিনটি ও ঘনিয়ামোড়া এলাকায় একটি স্থানে বাঁধ ভেঙে গেছে। এগুলো হলো শালদর, মালিপাথর, নিলক্ষী, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, পশ্চিম ঘনিয়ামোড়া, কিসমত ঘনিয়ামোড়া ও মণিপুর। বন্যার পানিতে চলাচলের অসুবিধা হওয়ায় সবচেয়ে বেশি বন্যাকবলিত দুই উপজেলায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।


গ্রামীণ সড়ক ও জমির ফসল তলিয়ে যাওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের পুকুরের মাছ ভেসে গেছে।

আজ সকাল ১০টা পর্যন্ত মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ফুলগাজী উপজেলা সদর বাজারে পানি ঢুকছে। এ তথ্য নিশ্চিত করে ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহরিয়ার হাসান বলেন, গত তিন দিন টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের চাপে মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এতে মুহুরী নদীর বেড়িবাঁধের পাঁচটি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। পানি কমলেই বাঁধের ভাঙন মেরামত শুরু করা হবে।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া জানান, আসন্ন দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি আছে।


Post a Comment

Previous Post Next Post

upper post

doen post